পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় জাতীয় গণতান্ত্রিক পাটি (জাগপা)র’ পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত কম্বল বিতরণ করা হয়েছে। (০২ জানুয়ারি ) দুপুরে উপজেলা জাগপাকার কার্যালয়ে আটোয়ারী উপজেলা জাগপার সাধারণ সম্পাদক মো:বজলুর রহমান এ শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রায় চার শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা য়ুব জাগপা সভাপতি মো:বাবুল ইসলাম। যুব নেতা বদিউজ্জামান।উপজেলা জাগপা ছাত্রলীগের সভাপতি মো:আব্দুর রহমান সাধারণ সম্পাদক মো:রুবেল রানা রিফাত। সাদেকুল ইসলাম,আনছারুল ইসলাম, প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র ইউনিয়নের জাগপা সহসভাপতি একরামুল হক। এসময় জাগপা ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা প্রতিনিধি